Crime News tv 24
ঢাকারবিবার , ৩০ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ভোলার মনপুরা যুব সংঘ সংগঠনের পক্ষ থেকে ঈদ সমগ্রী বিতরণ।

Link Copied!

রবিবার (৩০শে মার্চ) ভোলার মনপুরার যুব সংঘ সংগঠনের পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ করেন বিতরণের সময় উপস্থিত ছিলেন মনপরা যুব সংগঠনের সভাপতি জনাব মোঃ আব্দুল গফুর সিকদার মনপুরা যুব সংঘ সবসময় মানুষের করে থাকেন অসহায় মানুষের পাশে থাকেন দুর্যোগ মোকাবেলার সময় মানুষের পাসে দাঁড়ায় মনপুরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কর্মসূচি যুব সংগঠন বাস্তবায়ন করেন।

মনপুরা যুব অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ বাস্তবায়ন করেন।সুবিধাবঞ্চিত মানুষ ঈদের উপহার পেয়ে খুবই আনন্দিত তারা বলেন আমাদের মাঝে আপনারা এসেছেন আমরা খুব আনন্দিত এবার রমজান উপলক্ষে তার বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে, যা অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে সহায়তা করেছে। বিশিষ্ট ব্যাবসায়ী জানিয়েছেন, ভবিষ্যতেও তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখবেন মনপুরা যুব সংঘ সংগঠন।

এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, সমাজের প্রত্যেকটি বিত্তবান ব্যক্তি বা সংগঠন যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হব
ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। তারা সবাইকে সহযোগিতার আহ্বান জানান, যাতে আরও বেশি মানুষ ঈদের আনন্দ উপভোগ করতে পারে।