Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের শিববাড়িতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত-০২ / আহত-০৪

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:
এপ্রিল ১, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শিববাড়ি এলাকায় সোমবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নারী শিশুসহ
২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালক ও যাত্রীসহ আরও ৪ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা য়ায়, অটোরিকশাটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসটি অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় অটোরিকশাতে থাকা নারী ও শিশু যাত্রী ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা আহত সিএনজি চালক ও অপর যাত্রীদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন, আজ সোমবার সকাল ১০টার দিকে গাজীপুর চৌরাস্তা থেকে একটি অটোরিকশা গাজীপুর শহরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসটি চাপা দেয়।

কমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন আরও জানান, অটোরিকশাতে থাকা নারী ও শিশু যাত্রী ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা আহত সিএনজি চালক ও অপর যাত্রীদেরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে নিহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়।