নওগাঁর আত্রাই থানা বিএনপি’র ঈদ পরবতী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১১টায় আত্রাই থানা বিএনপি’র আয়োজনে বিএনপি;র অস্থায়ী কাযালযে থানা বিএনপি,র সাবেক আহ্বায়ক ও ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জলিল চকলেট এর সভাপতিত্বে বিএনপি’র তৃনমূল নেতাকমীদের সাথে ঈদের সুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক ও আত্রাই থানা বিএনপি’র সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির’ সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার,থানা বিএনপির’র নেতা নওগাঁ জজ কোটের এ্যাডভোকেট এসএম মাছুম, বিএনপি’র সিনিয়র নেতা এস এম ফারুখ বকত, সাংগঠনিক সম্পাদ কামরুল হাসান সাগর, থানা বিএনপির নেতা আব্দুল মান্নান সরদার, যুব দলের আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ন- আহ্বায়ক পারভেজ ইকবাল, যুগ্ন আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, স্বেচ্ছা সেবক দলের সভাপতি আজাদ হোসেন, থানা বিএনপি’র শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃকামাল হোসেন,মহিলা দলের সভানেত্রী আনজুমান আরা আন্জু, সাধারণ সম্পাদিকা আংগুরী বেগমসহ আট ইউনিয়নের বিএনপি;র সভাপতি/সাধারণ সম্পদক থানা বিএনপির অংগ সংগঠনের নেতাকমীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদনঃ-কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি
মোবাঃ-০১৭৪৯৫৬৭৩১৪
ক্যামেরায়ঃ-শিপ্রা রানী।