এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
মস্কো, ২ এপ্রিল: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ক্রেমলিনে বসনিয়ার সার্ব প্রশাসনের নেতা মিলোরাদ ডোডিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ডোডিকের বিরুদ্ধে নিজ দেশে সংবিধান লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
রুশ সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে জানা গেছে, ক্রেমলিনের পক্ষ থেকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হলেও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে, সোমবার মিলোরাদ ডোডিক নিজেই জানিয়েছিলেন যে তিনি মস্কো পৌঁছেছেন। এদিকে, বসনিয়ার বিচার বিভাগ মাত্র চার দিন আগেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ জানায়।