মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ০১ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ২ টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ নতুনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৬৭ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামের মোঃ শওকতের পুকুরপাড় হতে নায়েক মোঃ জয়নাল আবেদীন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে ০৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এবং পৃথক একটি অভিযানে
ভারতীয় ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত
Azacitidine for Injection (100 Mg) ২০ পিচ Vinblastine Sulphate Injection (10Mg) ০৫ পিচ সর্বমোট ২৫ পিচ ঔষধ উদ্ধার করে।