Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৪ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি বিমান হামলায় দামাস্কাসের কাছে দুটি সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু

admin
এপ্রিল ৪, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-

ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামাস্কাসের উপকণ্ঠে দুটি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমান দামাস্কাসের দক্ষিণ-পশ্চিমে আল-কিসওয়া শহরের কাছে সিরীয় সামরিক বাহিনীর প্রথম ডিভিশনের স্থাপনা এবং মুকাইলাবাহ এলাকায় ৭৫ নম্বর ব্রিগেডের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ এখনো জানা যায়নি।

এর কয়েক ঘণ্টা আগেই ইসরায়েলি বাহিনী দামাস্কাস ও মধ্য সিরিয়ার কিছু স্থানে আরেকটি বিমান হামলা চালিয়েছিল বলে সিরিয়ান অবজারভেটরি জানায়। সিরিয়ার সরকারী কর্তৃপক্ষ বা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইসরায়েল সিরিয়ায় সামরিক অবস্থানগুলোর ওপর হামলার মাত্রা বাড়িয়েছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে।