Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৪ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় চোরাই মোটরসাইকেলসহ আন্ত চোর সিন্ডিকেটের দুই সদস্য আটক।

পাইকগাছা প্রতিনিধি:
এপ্রিল ৪, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় দুটি চোরাই মোটরসাইকেলসহ আন্ত মোটরসাইকেল চোর সিন্ডিকেটের দুই সদস্য উপজেলার কাটিপাড়া গ্রামের মৃত শাহামত গাজীর ছেলে আব্বাস ওরফে রনি (৩৩) ও সাতক্ষীরার আশাশুণির বড়দল বাইসতলার মৃত আহম্মদ সানার ছেলে আনারুল সানা (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে, মামলা নং-৪। বৃহষ্পতিবার (৩ এপ্রিল) সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রাড়ুলী ক্যাম্প ইনচার্জ এসআই খায়রুল ইসলাম জানান, বুধবার (২ এপ্রিল) দুপুর ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অত্র ইউনিয়নের কাটিপাড়া বাজারস্থ উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে দুটি চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছে এমন খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের সার্বিক দিকনির্দেশনা মোতাবেক ক্যাম্পের অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদেরকে তাড়িয়ে ধরা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক কাছে থাকা চোরাই মোটরসাইকেল দু’টি উদ্ধার করা হয়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা মোটর সাইকেল দুটি খুলনা শহর থেকে চুরি করে এনেছে বলে নিশ্চিত করেছেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সবজেল হোসেন জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা আন্ত: মোটরসাইকেল চোর সিন্ডিকেট চক্রের সদস্য। তারা বিভিন্ন এলাকায় মোটর সাইকেল চুরির সাথে জড়িত। এর আগেও তারা আরেকটি মোটর সাইকেল চুরি করে বিক্রি করেছে। পরে এই দুটি চোরাই মোটর সাইকেল বিক্রির সময় তাদেরকে আটক করা হয়।