পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা শেষে এ বছর ঈদ-উল ফিতরের দীর্ঘ ছুটির কবলে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিক এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ। যে কারণে কিছু কিছু সেক্টরে জন ভোগান্তিও পরিলক্ষিত হয়।
এদিকে দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চল গুলোতে মা ও শিশুর স্বাস্থ্যের উপর এর কোন প্রভাব যাহাতে পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ও বিভাগীয় পরিচালক খুলনার পক্ষ থেকে ছুটি কালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয় সংশ্লিষ্টদের।
সেই নির্দেশনা মোতাবেক পবিত্র ঈদ-উল-ফিতরের দীর্ঘ ছুটিতে পাইকগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনস্থ বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘ ছুটিকালীন সময়ে শুক্রবার থেকে বৃহস্পতিবার ৭ দিন পাইকগাছা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগণ নিরলসভাবে পরিবার পরিকল্পনা বিভাগের নির্দেশনার আলোকে বিভিন্ন সেবা প্রদান করে। সেবাগুলোর মধ্যে ছিল উপজেলার আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে একটি স্বাভাবিক প্রসব সেবা, ১৮ জন গর্ভবতী মা’কে গর্ভকালীন সেবা ও পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও ৫ টি কেন্দ্রে থেকে মোবাইল নাম্বারসহ সংরক্ষিত গর্ভবতী তালিকা থেকে মোবাইল নাম্বারের মাধ্যমে ২৪ জন গর্ভবতী মা’কে গর্ভবতী সেবা ও পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ১২ জন শিশুকে সাধারণ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও পরিবার পরিকল্পনা পদ্ধতিভিত্তিক সেবা প্রদান করা হয়।