বাংলাদেশ-ভারতের অভিনয় শিল্পীদের অভিনয়ে দেশ বদল নতুন কিছু নয়। স্বাধীনতা পরবর্তী সময় থেকে কোলকাতার শিল্পীরা যেমন বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন, তেমনি কোলকাতার ছবিতে বাংলাদেশের শিল্পীরা। তেমনই বাংলাদেশের ছবিতে এ বার দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কে। পূজন মজুমদার পরিচালিত ‘পিয়া রে’ ছবিতে কৌশানীর বিপরীতে অভিনয় করছেন শান্ত খান। এছাড়াও খরাজ মুখোপাধ্যায় এবং রজতাভ দত্তকেও দেখা যাবে।
এ সপ্তাহের শেষেই ছবির শুটিংয়ে যোগ দেওয়ার জন্য ঢাকা আসবেন কৌশানী মুখোপাধ্যায়। টলিউডে একেবারে হাতে গোনা বাণিজ্যিক ছবি হচ্ছে। তাই বানিজ্যিক ঘরানার অভিনেতা-অভিনেত্রীরা বাংলাদেশ থেকে কোনও অফার পেলে ফেরাচ্ছেন না। ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বাংলাদেশে বেশ পরিচিত মুখ। সেই সংগে অঙ্কুশকে দেবকেও দেখা গেছে বাংলাদেশের ছবিতে।
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার বাণিজ্যিক ছবিতে কাজ করতে দেখা গিয়েছে বাংলাদেশের নুসরত ফারিয়া, মাহিয়া মাহি বা বিদ্যা সিনহা মিমকে।