মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ০৪ এপ্রিল ২৫ ইং:-
নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামুর পূর্বাঞ্চলের সর্বোচ্চ ধর্মীয় বিদ্যাপিঠ ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল (ডিগ্রি)মাদ্রাসা’ প্রতিষ্টার ৬০ বছরে প্রথম মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে করা এ মিলন মেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে রাত ১১ টা অবধি এ মেলা অনুষ্ঠিত হয় অত্র মাদ্রাসা মাঠে। বর্ণাঢ্য আয়োজনে এ প্রথম বারের মত অনুষ্ঠিত এ মিলন মেলায় বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেয়। মেলার ব্যতিত্রম যে বিষয়টি ছিল: মঞ্চে অতিথি হিসেবে ছিলেন শুধুমাত্র মাদরাসার শিক্ষকরা। প্রাক্তন ও বর্তমান অর্ধশতাধিক এসব শিক্ষকদের সম্মামনা ক্রেস্টও তুলে দেয়া হয়।
এছাড়া মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং প্রতিষ্ঠাতা সদস্যসহ সকল কর্মচারীদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন আয়োজন কমিটি।
অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মওলানা মোঃ আইয়ুব সভাপতিত্ব করেন।
এ সময় বক্তারা বলেন,অত্র মাদরাসায় পড়ে যাওয়া অনেকে বিসিএস ক্যাডার,হয়েছেন। এছাড়া সাংবাদিক, ডাক্তার, ব্যাংকার,ব্যবসায়ী, সরকারি-বেসরকারি বিভিন্ন উচ্চ পদেও অনেকে কর্মরত আছেন। আবার অনেক শিক্ষার্থী সফল রেমিট্যান্স যোদ্ধা আছেন ।।
মিলন মেলায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মৌলানা আবু আব্দুল্লাহ মোঃ জহির উদ্দীন বদরু,প্রভাষক মো: সৈয়দ হোসেন সাগর , সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,মাস্টার শামসুল আলম,মৌলানা রেজাউল করিম আরমান ও বিএসসি মোজাম্মেল হক প্রমূখ। প্রাক্তন ছাত্র মোঃ ইউনুছ মেম্বার এর সঞ্চালনায় অনুষ্টিত মিলন মেলায় সাবেক ছাত্রদের মাঝে বক্তব্য রাখেন জামায়াত নেতা তৈয়ব উল্লাহ, যুবদল রামু উপজেলার সদস্য সচিব তৌহিদুল ইসলাম, আরবী প্রভাষক মওলানা নুরুল আজিজ, সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ নাম না জানা অনেকেই। আর বর্তমান ছাত্রদের মাঝে বক্তব্য রাখেন আবু সায়েম ও সাঈদীসহ অর্ধডজনাধিক মেধাবী ছাত্র। মিলন মেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ চট্টগ্রামের ২ টি ফেমাস শিল্পীগোষ্ঠী এখানে গান পরিবেশন আর নাটিকা প্রদর্শন করে। এ মাদরাসাটি প্রতিষ্টিত হয় ১৯৬৪ সালে। এখানকার পড়া-লেখার মান খুবই ভাল। এটি রামু উপজেলার প্রথম ও সর্বোচ্চ ধর্মীয় শিক্ষা প্রতিষ্টান।
সংবাদ প্রেরক- মোহাম্মদ ইউনুছ মোবাইল নম্বর, ০১৮১৫৩৩৫০১৩