Crime News tv 24
ঢাকাশুক্রবার , ৪ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

এবি পার্টির প্রথাগত পার্থক্য শুধু সমস্যা নয়, তার সমাধানের দিকও নির্ধারণ করতে চায় শাহজাদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আনোয়ার সাদাত টুটুল

এম. রওশন আলম বিশেষ প্রতিনিধি :
এপ্রিল ৪, ২০২৫ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে আমার বাংলাদেশ পার্টি” (এবি পার্টি) শাহজাদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল ২০২৫ শুক্রবার সকাল ১১টায় শাহজাদপুর প্রেস ক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা এবি পার্টির আমির মাওলানা আব্দুল খালেক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. আনোয়ার সাদাত টুটুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবি পার্টির শাহজাদপুর উপজেলা শাখার আহ্বায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, সদস্য সচিব পারভেজ হোসেনসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আনোয়ার সাদাত টুটুল বলেন, “বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দল ও নেতারা কেবল সমস্যা-সংকট চিহ্নিত করেই থেমে যান, কিন্তু সমাধানের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা তারা দেন না। এবি পার্টি সেই জায়গায় ব্যতিক্রম। আমরা শুধু সমস্যা নয়, তার সমাধানের দিকও নির্ধারণ করতে চাই। এখানেই এবি পার্টির সঙ্গে প্রথাগত রাজনীতির মূল পার্থক্য।”

মতবিনিময় সভায় শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম. এ. জাফর লিটল, সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেনসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এম. রওশন আলম
বিশেষ প্রতিনিধি
মোবাইল : ০১৭১৩৬০৮৭৪৭
তারিখ : ০৪-০৪-২৫