সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো শহরের দুটি কুর্দি-অধ্যুষিত এলাকা—আশরাফিয়া ও শেখ মাকসুদ—থেকে শুক্রবার (৪ এপ্রিল) ৫০০-রও বেশি কুর্দি যোদ্ধা প্রত্যাহার করা হয়েছে। কুর্দি পক্ষের এক কর্মকর্তার বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সিরিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটি চুক্তির অংশ হিসেবেই এই প্রত্যাহার কার্যকর করা হয়েছে।
এই চুক্তির আওতায় কুর্দি প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানকে সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি এপ্রিল মাসের শুরুতে, কুর্দিদের বেসামরিক কাউন্সিল ও সিরিয়ার প্রেসিডেন্ট দপ্তরের একটি প্রতিনিধি দলের মধ্যে একটি সমঝোতা হয়। এতে উল্লেখযোগ্য শর্তগুলোর মধ্যে ছিল বন্দি বিনিময় এবং কুর্দি যোদ্ধাদের ওই দুই এলাকা থেকে সরে যাওয়া। ফলে এলাকাগুলো সরাসরি দামেস্ক সরকারের প্রশাসনিক নিয়ন্ত্রণে আসবে।
এই সমঝোতা ১১ মার্চ সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আশ-শারাআ ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর প্রধান মাযলুম আব্দির মধ্যে স্বাক্ষরিত একটি বৃহত্তর চুক্তির অংশ, যার মূল লক্ষ্য হচ্ছে প্রশাসনিক সংহতি ও জাতীয় ঐক্য নিশ্চিত করা।