এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
সিরিয়ার সরকার এক বিবৃতিতে জানিয়েছে যে, গত মার্চ মাসে উপকূলীয় অঞ্চলে সংঘটিত দুঃখজনক ঘটনার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করেছে, তা গভীর মনোযোগের সঙ্গে পর্যালোচনা করা হয়েছে। সরকার জানায়, এই প্রতিবেদন পরবর্তী মূল্যায়নের জন্য স্বাধীন জাতীয় তদন্ত ও তথ্য অনুসন্ধান কমিটির ওপর ন্যস্ত, যাদেরকে একটি প্রেসিডেনশিয়াল ডিক্রির মাধ্যমে পূর্ণ স্বাধীনতা ও ক্ষমতা প্রদান করা হয়েছে।
সরকারি বিবৃতিতে ন্যায়বিচার ও স্বচ্ছতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। একইসঙ্গে তারা জানায়, কিছু পদ্ধতিগত দিক রয়েছে যেগুলো সময়ের সঙ্গে উপেক্ষিত হওয়া উচিত নয়। তাদের মতে, অনেক আন্তর্জাতিক মানবাধিকার প্রতিবেদনই ঘটনার প্রেক্ষাপট বা প্রাসঙ্গিকতাকে এড়িয়ে চলে বা তার গুরুত্বকে খাটো করে দেখে, যার ফলে তদন্তের ফলাফল প্রভাবিত হতে পারে।
সরকার আরও দাবি করেছে, উপকূলীয় অঞ্চলের এই সহিংসতা একটি পূর্বপরিকল্পিত এবং হত্যার উদ্দেশ্যে পরিচালিত হামলা ছিল, যার পেছনে ছিল আগের শাসনব্যবস্থার ছত্রছায়ায় থাকা গোষ্ঠীগুলো।