Crime News tv 24
ঢাকাশনিবার , ৫ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কবিতা, ফুল……….

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী।
এপ্রিল ৫, ২০২৫ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

সোনার জমিনে ফুটিয়াছে যে

লক্ষ কোটি ফুল,
একখানা সাদা ভোমর কামুড়াচ্ছে
সকল ফুলে করিতেছে
মধু হরণ, সে করিতেছে যে মহা ভুল।
,সব ফুল ঝরেই যাবে
কোনও ফুলে হইবেনা যে আর বীজ,
বাগান মোদের ঢংশো হইবে
হয়তে হইয়া যাবে বিলীন।
সজাগ দৃষ্টি নষ্ট বাগান,
কেউ নয় যে আসল মালি?
সকলের পেটে পোঁকা কামুড়ায়,
সকলি যে অনাহারী,
বাতাসে উড়ছে পঁচা গন্ধ,
দেখার কেহ নাই!
আকাশে উড়িতেছে চীল শকুন,,
মন বলিতেছে ওরে বাপু,
আর তোদের বাঁচার পথ নাই,
সকলের পেটে পোকা কামুড়ায়,,
আহা রবের পক্ষ হইতে,
কে যে কাকে খাইতেছে,
আহা নিজের শিকার ভেবে,
জাত ভেত ভুলো নারে,
ভুলোনা হারাম হালাল,
পরকাল বলতে কিছু আছে,
কলব রাখো সজাগ।
আহারে কলব রাখিও সজাগ।