Crime News tv 24
ঢাকাশনিবার , ৫ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর পাকুরিয়া ব্রীজে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ নিহত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৫ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ জেলা সদর উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ (১০) নামের মাদ্রাসা পড়ুয়া এক শিশু ছাত্রের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ২টারদিকে নওগাঁ সদর উপজেলার পাকুরিয়া গ্রাম এলাকায় ব্রীজের উপর। নিহত মাদ্রাসা ছাত্র পশ্চিম মাখনা গ্রামের শাহীন আলমের একমাত্র শিশু সন্তান ও স্থানীয় পশ্চিম মাখনা নূরানী হাফেজিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্র। এমৃত্যুর ঘটনায় মাদ্রাসা ও পশ্চিম মাখনা গ্রাম সহ আশে-পাশের লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মাদ্রাসা পড়ুয়া ছাত্র বাই-সাইকেল নিয়ে ব্রীজের উপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাকুড়িয়া গ্রামের একটি মাঠে সাবেক ইউপি চেয়ারম্যান আজিজ মল্লিকের জমিতে খননকৃত পুকুরের মাটি বহনকারী বেপরোয়া গতীর একটি ট্রাক্টর তাকে চাপাদিলে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। গ্রামের উত্তেজিত লোকজন ঘাতক ট্রাক্টরটি আটক করে মাদ্রাসাতে নিয়ে রেখেছেন বলেও স্থানিয়রা জানিয়েছেন। ট্রাক্টরের চাপায় ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ #