Crime News tv 24
ঢাকাশনিবার , ৫ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গত ১ লা এপ্রিল মঙ্গলবার লাউডোব ইউনিয়নে কালিকাবাটী গ্রামের ঘটনা কে কেন্দ্র করে সাবেক সেনা সদস্যের “সাংবাদিক সন্মেলন “

ঃখুলনা অফিস
এপ্রিল ৫, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

হবাহু তার বক্তব্য তুলে ধরা হলো।
আমি কর্পোরল স্নেহাশু ইজারদার অবসর প্রাপ্ত সেনা সদস্য গত ইংরাজী ১ এপ্রিল মঙ্গলবার সকাল আনুমানিক ১১-৩০ দিকে লাউডোব বড়বাক এলাকায় পাইপ দিয়ে তরমুজ খেতে জলদেওয়ার বিষয়ে কেন্দ্র করে মারা মারির ঘটনা সুচনা হয়েছে।আমি ঘটনাস্হলে গিয়ে জিজ্ঞাসা করতে গেলে আমাকে অকথ্যভাষায় গালিগালাজ মারপিট করে।
সেই মূহুত্বে পরিকল্পিত ভাবে জনৈক্য বাবলুগাজী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসিত কুমার রায়ের নেতৃত্বে তরমুজ খেতে পানি দেওয়ার পাইপ কেটে আমাকে দোষরোপ করে।মূলতপক্ষে, এ ঘটনা বানোয়াট ও অসত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও টা পোষ্ট করা হয়েছে তা সম্পুর্ন মিথ্য ও অসত্য। এ ধটনা নিয়ে স্থানীয় মেম্বার বাবলু গাজী সামাজিক যোগাযোগ মাধ্যমে সে তথ্য প্রকাশ করেছে, তাহা তার মনগড়া এবং অসত্য তথ্য প্রদান করেছে।আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধটনা ঘটিয়েছে, আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”এ সময় উপস্হিত ছিলেন লাউডোব ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুরঞ্জন কয়াল,,পতিরাম রায়,বিনোদ বিহারী রায়,মনোরজ্ঞন মন্ডল,দেব কুমার মন্ডল সহ আরো অনেকে।