নেত্রকোয় পৌর জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত গত বৃহস্পতিবার ৩রা এপ্রিল বিকাল ৩ ঘটিকায় উক্ত সদর পৌর জামাতের উদ্যোগে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, এতে, সভাপতিত্ব করেন পৌর আমীর রফিকুল ইসলাম, ও সঞ্চালনা করেন
পৌর সেক্রেটারি নজরুল ইসলাম উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক মাওলানা এনামুল হক, বিশেষ অতিথি জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য নিজাম উদ্দিন, পৌর নায়েবে আমীর আবুল হোসেন তালুকদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি এহসানুল হক ভূইয়া হিরু, দুর্গাপুর উপজেলা সেক্রেটারি কুতুব উদ্দিন, সদর উপজেলা সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম খান, জেলা শিবিরের অফিস সম্পাদক আতিক হাসান হৃদয় সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।