Crime News tv 24
ঢাকাবুধবার , ২২ সেপ্টেম্বর ২০২১
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

স্যামুয়েলস-এর বিরুদ্ধে আইসিসির দূর্নীতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা
সেপ্টেম্বর ২২, ২০২১ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

আইসিসির দূর্নীতি সংক্রান্ত নীতিমালা ভঙ্গের অপরাধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার মারলন স্যামুয়েলসকে।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টেন টুর্নামেন্ট খেলতে গিয়ে এই নীতিমালার চারটি ধারা ভঙ্গ করেন মারকুটে ব্যাটিংয়ের জন্য বিখ্যাত এই সাবেক অলরাউন্ডার।

নীতিমালার ২.৪.২, ২.৪.৩, ২.৪.৬ এবং ২.৪.৭ নং ধারা ভঙ্গ করেছেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। আইসিসির আইন অনুযায়ী কোন বৈশ্বিক প্রতিযোগিতা চলাকালীন অংশ নেওয়া কোন খেলোয়াড় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হতে ৭৫০ মার্কিন ডলার বা এর অধিক মূল্যের কোন উপহার গ্রহণ করতে পারবেন না। গ্রহণ করতে পারবেন না এর সমমূল্যের কোন সেবাও।

এমনই কোন উপহার গ্রহণের অভিযোগ আনা হয়েছে স্যামুয়েলসের উপর। তদন্ত কর্মকর্তাকে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হওয়ায় ১৪ দিনের মধ্যে তাকে কারণ দর্শানোর আদেশ দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও আমিরাত ক্রিকেট বোর্ড।