Crime News tv 24
ঢাকাশনিবার , ৫ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের বিয়ের জন্য বাবার কষ্টের উপার্জনের টাকা আগুনে পুড়ে গেলো

দিনাজপুর প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৫ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুর পৌরশহরের পুরাতন বাজার (ইসলামী ব্যাংক) সংলগ্ন সনাতন ধর্মালম্বী রতন সাহার বাড়ীর রান্না ঘর থকে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মেয়ে অনামিকা সাহার বিয়ের জমানো টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্গার এবং পরিবারের আসবাবপত্রসহ মেয়েবিয়ের জন্য বাবার কষ্টের উপার্জনের টাকা আগুনে পুড়ে গেল।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুর ১২টার দিকে পৌরশহরের ৪নং ওয়ার্ডের রতন সাহা তার মেয়ের অনামিকার বিয়ের জন্য কষ্টে উপার্জনের টাকা আগুনের পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় রানা ও মিশুল জানান, একটি বাড়ীর গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্র ঘটে। ঘর ও নগদ অর্থসহ সবকিছু পুড়ে নিঃস্ব হয়েছে ব্যবসায়ী সনাতন ধর্মাবলম্বী এক (হিন্দু) পরিবার। অগ্নিকান্ডে ৩টি ঘর, ১টি ঠাকুর ঘর, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে গেছে। এতে অন্তত প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ওই পরিবারের।
শনিবার (৫ এপ্রিল) বেলা ১২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী রতন শাহা (৬০) পৌরশহরের পুরাতন বাজার (ইসলামী ব্যাংক) এলাকার মৃত রবি শাহার ছেলে।
এঘটনায় বিরামপুর ফাইয়ার সার্ভিসসের সজল হোসেন নামে এক ফায়ার ফাইটার অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনর্চাজ আব্দুল আজিজ।
বিরামপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্টায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সমাপ্তি সাহা জানান, ইসলামী ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে জমানো ১০ লাখ টাকা উত্তোলন করে ছিলেন রতন সাহা মেয়ের বিয়ের অলংকার তৈরী ও আসবাবপত্র কেনা কাটা করার জন্য টাকা উত্তোলন করেন । কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস শনিবার বেলা ১২ টার দিকে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে বসতবাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। নিঃস্ব হওয়া পরিবারের চিৎকারে এলাকাবাসী আগুন নেভাতে ছুটে আসে। মুহূর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী এস আর বাস কাউন্টারে আগুন লেগে যায়। এতে ওই বাস কাউন্টারের আসাবপত্র পুড়ে যায়। আসবাবপত্র পুড়ে প্রায় ৩০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয় কাউন্টার মালিকের।
বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মমতাজুল হক জনান, বেলা ১২ টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি সনাতন ধর্মাবলম্বী এক (হিন্দু) পরিবারের বসতবাড়ি আগুন লেগেছে । খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন। জানতে পারি বসতবাড়ির রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে ওই পরিবারের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। রতন শাহা তার মেয়ে অনামিকার শাহার বিয়ের জন্য ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলেছিলেন সেই টাকাও পুঁড়ে গেছে।