Crime News tv 24
ঢাকাশনিবার , ৫ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদে সনাতনধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
এপ্রিল ৫, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসব। ময়মনসিংহ সহ আশেপাশে জেলা উপজেলা থেকে স্নানার্থীদের বিশাল জনসমাগমের ঢল নামে ব্রহ্মপুত্র নদে।

এ বছরে প্রচুর পরিমাণ স্নান ঘাট,স্নানঘাটে সংঘবদ্ধভাবে পরিবারে, কেউ কেউ একক ভাবে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী স্নানে অংশগ্রহণ করেছেন।

ব্রহ্মপুত্র নদের তীরে সনাতন ধর্মীয়দের অষ্টমী স্নান উপলক্ষে আজ ৫ই এপ্রিল শনিবার ভোর বেলা থেকে পুন্যার্থীদের অষ্টমী উপলক্ষে প্রচন্ড ভীড় পরিলক্ষিত হয়েছে। পাপ মোচনের লক্ষ্য পূর্ণতা আশায় বিপুল সংখ্যক হিন্দু সম্পাদয়ের নর নারী শান্তিপূর্ণভাবে তীর্থস্থান নদে পাপ মোচন করেছে। আজকের এ আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য প্রশাসন নিরাপত্তা চাদরের আবৃত করে রাখেন নদের তীরবর্তী সহ আশপাশের এলাকা সমূহ। ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতার উল আলম সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পরিচালনা করেন। গতকাল রাত হতে নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণে সদর মডেল থানা অফিসার ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম খান পুলিশ সুপারের দিকনির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছেন। আগত সনাতন ধর্মাবলম্বীদের কাচারী গার্ড এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সহায়তায় একটি সেডঘর নির্মাণসহ স্বাস্থ্য বিভাগের কর্মচারীগণ কর্মরত ছিলেন।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুলিশ সুপার নিজে উপস্থিত থেকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে নিরাপত্তাকর্মীদের অনুপ্রেরণা দেন।যার ফলে শান্তিপূর্নভাবে আজকের এ ধর্মীয় অনুষ্ঠানটি পালিত হয়েছে।