আজ ৫ই এপ্রিল শনিবার শহরে পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উদযাপন শেষে যাত্রী সাধারণের ঈদ ফিরতি যাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে মোবাইল কোর্ট এর মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয় ।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ, চাঁপাইনবাবগঞ্জ সার্কেল কর্তৃক অদ্য নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে ভিজিলেন্স টিম চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক বিশেষ অভিযান/মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে মোটরযানের গতিসীমা নির্দেশিকা মেনে চলা, সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় না করা, অতিরিক্ত যাত্রী না নেওয়া,
ড্রাইভারের পরিবর্তে হেলপার দিয়ে মোটরযান চালনা না করা ও ড্রাইভারের পর্যাপ্ত বিশ্রাম নিয়ে গাড়ি চালানোর বিষয়সহ সার্বিক বিষয়ে সরকার কর্তৃক নির্দেশিত আইন মেনে মোটরযান চালনা করতে ভিজিলেন্স টিম কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অনুজ চন্দ মহোদয়, সহকারি পরিচালক ইঞ্জিনিয়ারিং শাহ জামাল হক,পুলিশ বিভাগ ও বিআরটিএ, চাঁপাইনবাবগঞ্জ সার্বিক সহযোগিতা করেন। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে মনিটরিং কার্যক্রম গ্রহণ করা হয়। এছাড়া অতিরিক্ত গতিতে মোটরযান চালানো, ফিটনেস বিহীন মোটরযান, হেলমেট বিহীন মোটরসাইকেল এবং লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।