ঝিনাইদহ শহরের জনগণের যোগাযোগ মাধ্যম হিসেবে রেললাইন দীর্ঘদিনের চাওয়া। সেই রেললাইনের দাবিতে আজ ৫ এপ্রিল শনিবার ঝিনাইদহ শহরে ‘রেললাইন চাই’ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনার বিষয়বস্তু ছিলো ঝিনাইদহ শহরে রেললাইন বাস্তবায়ন আন্দোলন বেগবান করার উদ্দেশ্য একটি শক্তিশালী সংগ্রামী কার্যকরী পূর্নাঙ্গ কমিটি গঠন। শহরের সিনিয়র সিটিজেন, সুশীল সমাজ, পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের আন্দোলনে সম্পৃক্ত করা এবং সরকারের রেল মন্ত্রানালয়ের সঙ্গে সার্বিক যোগাযোগের মাধ্যমে রেললাইন স্থাপনাকে তরান্বিত করা। উক্ত আলোচনা সভায় কমিটি গঠনের একটি উপ-কমিটি গঠন করে পূর্নাঙ্গ কমিটি তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। সাথী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ রেল আন্দোলনের কিংবদন্তি রেল আব্দুল্লাহ্ খ্যাত মোঃ আব্দুল্লাহ্। আলোচনার সভায় আলোচনা পেশ করেন জনাব গাউস গোর্কি, মোঃ আব্দুস সবুর, মোঃ মনিরুল ইসলাম, আরিফা ইয়াসমিন লিম্পা, মাহবুব মল্লিক, মাসুম ফিরোজ প্রমুখ। আলোচক বৃন্দ ঝিনাইদহ শহরে রেলপথ স্থাপনের যৌক্তিকতা ও রেলবাস্তয়ন আন্দোলন বেগবান করার উদ্দেশ্যে গঠনমূলক আলোচনা করেন।