Crime News tv 24
ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গাজায় ইসরায়েলি গণহত্যায় “গ্লোবাল স্ট্রাইক ফর গাজা ” কর্মসূচি পালনে জাতীয় মানবাধিকার সমিতির আহবান

যাকারিয়া মাহমুদ নিজস্ব প্রতিবেদক:-
এপ্রিল ৭, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। রোববার (৬ এপ্রিল) ওয়াফা নিউজের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজার ভয়াবহ দৃশ্য ও নিহতের সংখ্যা তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর জোর দিতে এই ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে।

এক বিবৃতিতে যুদ্ধের অবসানের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টা একত্রিত করার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি গাজায় ইসরায়েলি অপরাধ ও ফিলিস্তিনি অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতার আহ্বান জানানো হয়েছে।

“গ্লোবাল স্ট্রাইক ফর গাজা ” এই আহবানে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি।  এক যৌথ বিবৃতিতে সমিতির  চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা,  মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগাঠনিক সম্পাদক লায়ন আল আমিন বলেন, গাজায় বর্তমান পরিস্থিতি তা ইতিহাসের সকল বর্বরতাকে হার মানাবে, ইসরায়েল মানবাধিকারের সীমা অনেক লঙ্ঘন করেছে এবং দখলদার এই সন্ত্রাসী রাষ্ট্রকে থামানো সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

 

মূলত অবরুদ্ধ উপত্যকাটিতে নির্বিচারে হত্যা করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। গত ১২ ঘণ্টায় যে হামলা চালানো হয়েছে তার অধিকাংশই খান ইউনিসে। সেখানে শিশু ও নারীসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।

পরিস্থিতি প্রতিদিনই আরও খারাপ হচ্ছে। পরিবারকে খাওয়ানোর জন্য যে কোনো ধরনের খাবার খুঁজছে ফিলিস্তিনিরা। গত এক মাসে গাজায় একটিও ট্রাক প্রবেশ করেনি। তাই খাবার নেই, জ্বালানি নেই, রান্নার গ্যাস নেই। এমনকি ওষুধও নেই, আশ্রয় বা তাঁবুও নেই।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি দেশবাসীকে এই কর্মসূচিতে যোগদানের আহবান জানান।