Crime News tv 24
ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটেনের উপকূলে রুশ গোয়েন্দা যন্ত্র: সন্দেহ পরমাণু সাবমেরিন নজরদারির

admin
এপ্রিল ৭, ২০২৫ ২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-

ব্রিটেনের সামুদ্রিক অঞ্চলে রাশিয়ার তৈরি সন্দেহভাজন গোয়েন্দা ডিভাইসের খোঁজ পেয়েছে ব্রিটিশ সেনাবাহিনী। দ্য সানডে টাইমস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ডিভাইসগুলো পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিনের ওপর নজরদারির উদ্দেশ্যে বসানো হয়েছে বলে মনে করছেন যুক্তরাজ্যের সেনা ও গোয়েন্দা কর্মকর্তারা।

ব্রিটিশ নৌবাহিনী জানায়, কিছু ডিভাইস সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করা হয়েছে, আবার কিছু ডিভাইস ঢেউয়ে ভেসে উপকূলে চলে এসেছে।

ব্রিটেনের চারটি পরমাণু মিসাইল বহনকারী সাবমেরিন রয়েছে, যেগুলোকে কেন্দ্র করেই এই গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে বলে ধারণা। ব্রিটিশ সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা সানডে টাইমসকে বলেন, “আটলান্টিক মহাসাগরে নিঃসন্দেহে এক প্রকার যুদ্ধ চলছে। এটি মূলত একটি বিড়াল-ইঁদুর খেলার মতো, যা স্নায়ুযুদ্ধের পর থেকেই চলে আসছে, তবে বর্তমানে তা আরও তীব্র হচ্ছে।”

প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনীর মধ্যে সতর্কতা জারি করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।