Crime News tv 24
ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়ায় চড়িয়া মেহেরপুর জেলা বিএনপি হাটিয়া চলিল!

বিষেশ প্রতিনিধিঃ
এপ্রিল ৭, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর জেলায় মূলত তিনটি উপজেলা ও দুইটা পৌরসভা নিয়ে গঠিত,মেহেরপুর সদর উপজেলা, মেহেরপুর পৌরসভা ও মুজিবনগর নিয়ে মেহেরপুর -১ আসন, গাংনী উপজেলা ও গাংনী পৌরসভা মিলে মেহেরপুর ২ আসন।

মেহেরপুর -২ মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাবেদ মাসুদ মিল্টন এর নির্বাচনী এলাকা,এই আসনটি মূলত বিএনপি’র শক্ত ঘাঁটি,বিএনপি’র চরম দুর্দিনে ২০০৮ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আমজাদ হোসেন, বর্তমানে এই আসনে বিএনপি’র তিনটা শক্ত গ্রুপ,এক অংশের নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আমজাদ হোসেন , আর একাংশের নেতৃত্ব দেন জেলায় বিএনপির আহবায়ক জনাব জাবেদ মাসুদ মিল্টন এবং অন্য অংশের নেতৃত্ব দেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
জাভেদ মিল্টন আহবায়ক হওয়ার পর আমজাদ বাবলুর যৌথ নেতৃত্বে বড় বড় শোডাউন চলছে, এতে করে গাংনী উপজেলা বিএনপি তৃণমূল পর্যন্ত দ্বিধাবিভক্ত হয়ে গেছে কেউ কারো মুখ পর্যন্ত দেখতে চাচ্ছে না, মিল্টনের নেতৃত্বে যে ওয়ার্ড কমিটি গুলো হচ্ছে সেখানে আমজাদ – বাবলুর সমর্থকদের কমিটির থেকে বাদ দেয়া হচ্ছে,উল্লেখ্য মেহেরপুর-২ আসনে বাংলাদেশ জামাত ইসলামের শক্ত অবস্থান আছে, এই অবস্থায় মিল্টন সাহেবের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, নির্বাচনী বৈতরণী পার হতে বিভিন্ন কমিটি গুলিতে আওয়ামী লীগের লোকদের ভেড়ানো হচ্ছে, সমাজে যারা জোর জবরদস্তি করতে পারে তাদেরও কমিটিতে ঢুকানো হচ্ছে,মোদ্দা কথায় জাবেদ মাসুদ মিল্টন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আওয়ামী লীগের ঘাড়ে শোয়ার হওয়ার চেষ্টা করছে, ইতিমধ্যে আওয়ামী লীগ সবুজ সংকেত পেয়ে ব্যানার টাঙ্গিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠান করেছে,এতে করে বিএনপির নেতা কর্মীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া শুরু হয়েছে, ইফতার মাহফিলের পরে জাবেদ মাসুদ মিলটন এর একটি বক্তব্যে পরিষ্কার হয়েছে যে আওয়ামীলীগের সাথে তার সক্ষ্যতা বেশ মজবুত, গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সাম্প্রতিককালে হাইকোর্ট থেকে জামিন নিয়ে ঢাকার হাতিরঝিলে আওয়ামী নেতা সোহেল চেয়ারম্যানের নেতৃত্বে ১০/১২জনের একটি টিম জেলা বিএনপির আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টনের সাথে একটি বৈঠক হয়েছে, এই মিটিং এর ছবিটি আমাদের হাতে এসে পৌঁছেছে।