সিরাজগঞ্জের তাড়াশ থানায় ডেকে এনে এক সাংবাদিক দম্পতিকে নির্যাতনের অভিযোগে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদেরকে সিরাজগঞ্জ পুলিশ অফিসে বদলি করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, পরিদর্শক নাজমুল কাদেরকে পুলিশ অফিসে বদলি করার পর চৌহালী থানার ওসি জিয়াউর রহমানকে তাড়াশ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক দৈনিক ইত্তেফাক পত্রিকার তাড়াশ সংবাদদাতা গোলাম মোস্তফা জানান, সম্প্রতি তাড়াশ উপজেলায় অবৈধভাবে পুকুর খননকারীদের কাছ থেকে ঘুষ গ্রহণ করার অভিযোগে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অমৃত সূত্রধর ও তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদেরের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়।
এ অবস্থায় ঈদের দিন রাতে বগুড়া থেকে বাড়ি ফেরার পথে তাড়াশের বেরখালি এলাকায় ডাকাতের কবলে পড়েন তিনি। বিষয়টি মোবাইলে জানানো হলে পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের তাকে থানায় যেতে বলেন।
এরপর নিজস্ব প্রাইভেটকারে রাতেই স্ত্রী ফারজানা পারভীনকে নিয়ে থানায় যান তিনি। ওই সময় থানার গেটে দাঁড় করিয়ে রেখে অতীতে সংবাদ প্রকাশের জেরে স্ত্রী ও তাকে নির্যাতন করে মিথ্যা মামলার ভয়ভীতি দেখান নাজমুল কাদের।
এরপর বিষয়টি নিয়ে ৫ এপ্রিল সিরাজগঞ্জ শহরের একটি হোটেলে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ওই দম্পতি। বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়। পরিদর্শক নাজমুল কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ওই দম্পতি