ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ফিলিস্তিনের ‘ওয়ার্ল্ড স্টপ ফর গাজা’ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে দিনাজপুরে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(৭ মার্চ) সোমবার দুপুর থেকে উপজেলার নিমতলা মোড়র সামনে জড়ো হতে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা। পরে বিকাল ৫ টার সময় একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বিক্ষোভ মিছিলটি নিমতলা মোড়ে পৌছালে সেখানে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এসময় বিভিন্ন ব্যানার ফেসটুন হাতে নিয়ে ফিলিস্তিনির পক্ষে শ্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।