ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান নির্মম গণহত্যা, অব্যাহত হামলা, আগ্রাসনের প্রতিবাদে ও গাজাবাসীর ডাকা হলতালের সমর্থনে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সর্বস্তরের মানুষজন। সোমবার (৭ এপ্রিল) বিকেল চারটা থেকে উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন জড়ো হতে শুরু করেন। পরে সেখান থেকে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে হাজার-হাজার
তাওহীদি জনতার একটি বিশাল বিক্ষোভ মিছিল বেড় হয়ে “বয়কট ইসরায়েল” স্লোগানে মুখরিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্ত্বরে সমাবেশে মিলিত হন।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আলহাজ্ব রইছুল আলম চৌধুরীসহ আরো অনেকেই। সমাবেশে ইসরায়েলের অব্যাহত গণহত্যার কঠোর প্রতিবাদ জানিয়ে সকলকে ইসরায়েলের সকল প্রকার পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা।