পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসাধু পরিবহণ ব্যবসায়ীরা যেন বর্ধিত হারে ভাড়া আদায় না করতে পারে সে লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক ৭এপ্রিল সোমবার কুমিল্লার বুড়িচং বাজার এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ও বিআরটিএ,কুমিল্লা এর প্রসিকিউশনের ভিত্তিতে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোটরযান সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র তথা রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে ১০ টি সিএনজি কে থানা হেফাজতে প্রেরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বর্ধিত হারে ভাড়া গ্রহণের কোন অভিযোগ পাওয়া যায়নি।
যাত্রীদের ন্যায্য ভাড়ায় ঈদ যাত্রা নিশ্চিত করতে অসাধুদের বিরুদ্ধে অভিযান চলমান আছে ও থাকবে।