এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফান ডুজারিক সোমবার জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান পুনরায় শুরুর পর ১৮ মার্চ থেকে গাজা উপত্যকায় প্রায় ৪ লাখ ফিলিস্তিনি আবারও বাস্তুচ্যুত হয়েছেন।
তিনি বলেন, “গাজার বাসিন্দারা বারবার স্থানচ্যুত হতে বাধ্য হচ্ছেন। ক্রমেই সংকুচিত হয়ে আসা একটি এলাকায় তারা ঠাঁই নিচ্ছেন, যেখানে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব হচ্ছে না।”
ডুজারিক আরও জানান, গাজার মোট ২৪ লাখ বাসিন্দার মধ্যে প্রায় সবাই ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে জানুয়ারির যুদ্ধবিরতি শুরুর আগ পর্যন্ত অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছিলেন।