মানব পাচার ও জাল ভিসার অভিযোগের বিষয় নিয়ে ঢাকা জেলার দোহার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দোহার উপজেলার মইতপাড়া গ্রামের সিমা আক্তার (৪৫) মঙ্গলবার দুপুরে দোহার প্রেসক্লাবে উপস্থিত হয়ে একই গ্রামের শেখ রাসেল (৪২)এর বিরুদ্ধে এ অভিযোগে সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী সিমা আক্তার জানান,"আমার ছেলে সোহান ও আমার ভাইয়ের ছেলে ঝিল্লুকে বিদেশে পাঠানোর জন্য শেখ রাসেল ও তার স্ত্রী ইতির কাছে ২০২৩ ও ২০২৪ সালে আমরা পাচ লক্ষ টাকা দেই। রাসেল আমার ছেলের জন্য ভিসাও দেয়। পরে সেই ভিসা চেক করে জানতে পারি ভিসাটি জাল। তার স্ত্রী ইতির কাছে এ ব্যাপারে অভিযোগ করলে তিনিও আমাদের সহযোগিতা না করে উলটো হুমকি ধামকি দেয় ও স্থানীয় প্রভাবশালী নেতাদের নাম দিয়ে আমাদের ভয়-ভীতি দেখায়।"
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমি বিভিন্ন স্থান থেকে টাকা ধারদেনা করে রাসেলকে দেই আমি এখনো সেই দেনার কিস্তির দিচ্ছি। এই টাকা ফেরত পাওয়ার জন্য আমি চলতি বছরের মার্চের ১৭ তারিখে থানায় একটি অভিযোগ দায়ের করি। কিন্তু কোনো সুরাহা হয়নি। আমি যে টাকা ধারদেনা করে রাসেলকে দিয়েছি সেই টাকা আপনাদের মাধ্যমে, প্রশাসনের সহযোগিতায় ও ছাত্রদের সহযোগিতায় ফেরত চাই।
মানব পাচারের বিষয় সিমার কাছে জানতে চাইলে তিনি বলেন, রাসেল বিদেশে নিয়ে যাওয়া কথা বলে অনেকে কাছে থেকে টাকা নিয়েছে। বিদেশে নিয়ে খারাপ স্থানে দিয়েছে। আমার ছেলে ও আমার ভাই এর ছেলের জন্য ভুয়া ভিসা, হোটেল বুকিং ইত্যাদি দিয়েছে এ থেকেই বুঝা যায় সে একজন মানব পাচারকারী। এছাড়াও রাসেলের বিষয় মৈইতপাড়া এলাকার সবাই জানে সে একজন খারাপ ধরনের লোক।