নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাঘবের আইডিয়াল হাইস্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল ৮এপ্রিল মঙ্গলবার বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘবেড় আইডিয়াল হাইস্কুলের সভাপতি ও নারায়ণগঞ্জ জজকোর্টের এপিপি এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুল ভেন্ডার, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, সী-শেল গ্রুপের জি.এম সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ ভুঁইয়া, রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক মজিবুর রহমান, বাঘবেড় আইডিয়াল হাইস্কুলের পরিচালক আমির হোসেন, এম এ কালাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ইসলাম মিয়া, কাউছার হামিদ, সোহাগ মোল্লা, সুমন মিয়া, পারভেজ আহমেদ, সেলিম রানা ও জুনায়েদ আহমেদ।
পরে পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়। শেষে মোনাজাতের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।