Crime News tv 24
ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীর অভিযানে ৮ বোতল মদ ও ভারতীয় মোবাইল জব্দ সহ আটক-০২

admin
ডিসেম্বর ২, ২০২৪ ৪:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

মহিউদ্দিন তালুকদার নেত্রকোনা জেলা প্রতিনিধি:-

নেত্রকোণা কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান করে ৮ বোতল মদ ও পিকআপ ভ্যান, মোবাইল সহ ২জন আটক করেন সেনাবাহিনী।১ ইং ডিসেম্বর রাত ১০টায় অভিযানে ৩০ মিনিটের ব্যবধানে কলমাকান্দা টু ঢাকা হাইওয়েকোরিয়ার এর গাড়ি হতে ভারতীয় মোবাইল চার্জার ও ০৮ বোতল বিদেশী মদসহ আটক করে ২ জন ।
কমলাকান্দা টু ঢাকা হাইওয়ে রাস্তায় চেকপোষ্টে যৌথ অভিযান প্রসঙ্গেঃ অদ্য ২০.৩০ ঘটিকায় কলমাকান্দা টু ঢাকা হাইওয়ে রাস্তায় এলাকা বাহাদুরকান্দায় বিএ ১২২২৩ লেঃ এ এম এন আকিব ৮ইবি এর নেতৃত্বে চেকপোস্ট স্থাপন করে চেক পোস্ট এবং তল্লাশি করা হয়। তল্লাশি চলাকালীন সময় একটি স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস পিকআপ তল্লাশি করে অবৈধ্য ভারতীয় মোবাইল সেট এবং চার্জার আটক করেন। আটকৃত মালাম। 1. Note 30 pro+5g= 6 p2. Poco X6 pro= 8p3. Hello motorola=8p4. Chagar=25p, 5. 1x cavar van উক্ত মালামালের কোন মালিক পাওয়া যায়নি, কিন্তুু মোবাইলভর্তি কাটুন এর গায়ে নিম্ন বর্ণিত ব্যক্তির ঠিকানা পাওয়া যায়। নামঃ নাঈম পাঠান(২৬) গ্রামঃ রাশি মনি বাজার।পোঃ ডাকু মারা।থানাঃ দুর্গাপুর জেলা:নেত্রকোনা। এফ এস সার্জেন্ট মকবুল ও লেন্স কর্পোরাল রিপন কলমাকান্দা আর্মি ক্যাম্প।

অদ্য ২০০০ ঘটিকায় কলমাকান্দা টু ঢাকা হাইওয়ে রাস্তায় বাহাদুরকান্দা এলাকায় বিএ ১২২২৩ লেঃ এ এম এন আকিব ৮ইবি এর নেতৃত্বে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি করা হয়। তল্লাশি চলাকালীন সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে ০৮ বোতল বিদেশী মদ সহ। দুইজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত বিদেশী মদ , মোটরসাইকেল ও ব্যক্তিদেরকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।আটককৃত মালামালের বিবরণ।১। অবৈধ বিদেশী মদ -৮ বতল।
২। একটি মোটরসাইকেল। ময়মনসিংহ- হ ১২-১৯৩৫ ।আসামিদের বিস্তারিত ঠিকানাঃ১। মোহাম্মদ রফিক (২৮), পিতাঃ মিরাজ উদ্দিন, গ্রামঃ মুন্সিপুর,পোঃ বরকোনা, থানা কলমাকান্দা,জেলাঃ নেত্রকোনা।
২। মোঃ মুছা মিয়া(৩৫) পিতাঃ ইসমাইল হোসেন, গ্রামঃ বটতলা,
পোঃ বরকোনা, থানা কলমাকান্দা,
জেলাঃ নেত্রকোনা।এফ এস সার্জেন্ট মকবুল হোসাইন ও ল্যান্স কর্পোরাল রিপন রিয়াজী।