Crime News tv 24
ঢাকাবুধবার , ৯ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

admin
এপ্রিল ৯, ২০২৫ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-

বাংলাদেশে প্রথমবারের মতো মহাকাশ প্রযুক্তিনির্ভর ইন্টারনেট সেবা স্টারলিংকের পরীক্ষামূলক কার্যক্রম আজ শুরু হতে যাচ্ছে। এই যুগান্তকারী প্রযুক্তির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব জায়গায় উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে স্টারলিংক, যা মূলত যুক্তরাষ্ট্রভিত্তিক স্পেসএক্স-এর একটি প্রকল্প।

স্টারলিংক হচ্ছে এমন একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবা, যা পৃথিবীর কক্ষপথে থাকা হাজার হাজার ক্ষুদ্র স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি গ্রাহকের ডিভাইসে ইন্টারনেট সংযোগ প্রদান করে। এর মাধ্যমে গ্রামীণ ও দুর্গম এলাকাগুলোতেও দ্রুতগতির ইন্টারনেট সেবা পাওয়া সম্ভব হবে, যেখানে এখনো অপটিক্যাল ফাইবার বা মোবাইল নেটওয়ার্কের আওতা পৌঁছেনি।

বাংলাদেশে স্টারলিংকের এই পরীক্ষামূলক যাত্রাকে প্রযুক্তি বিশেষজ্ঞরা ভবিষ্যতের টেলিযোগাযোগ খাতের জন্য এক নতুন দিগন্ত হিসেবে দেখছেন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং ডিজিটাল উদ্যোক্তাদের জন্য এটি হতে পারে এক বড় আশীর্বাদ।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের নীতিমালার সঙ্গে সমন্বয় করে স্টারলিংক সেবা চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে একাধিক প্রযুক্তি বিশ্লেষক মনে করছেন, “বাংলাদেশে ইন্টারনেট সংযোগের বৈষম্য দূর করতে স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তবে এই সেবা বাণিজ্যিকভাবে পুরোপুরি চালু হতে কিছু সময় লাগতে পারে। পরীক্ষামূলক কার্যক্রমের ফলাফল, গ্রাহকের প্রতিক্রিয়া ও সরকারের অনুমোদন পাওয়ার পরই মূল সেবা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশে এই প্রযুক্তির আগমন একটি নতুন যুগের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।