Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে চরাঞ্চলের নির্যাতিত কর্মীরা এমন নেতাদের হাত থেকে বাঁচাতে চায় বিএনপিকে ।

মুন্সীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৫ ১২:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

সময় মতো গর্তে ঢুকে আবার গর্ত থেকে বের হয় এরা ত্যাগী আদর্শবান বলে সমাজে বুলি ছড়ায় ।

‎মুন্সীগঞ্জ সদর থানার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিয়ন হচ্ছে চর কেওয়ার ইউনিয়ন।

‎যেটা কে বলা হতো জাতীয়তাবাদী দল বিএনপির ঘাঁটি আর সেখানেই ‎ফ্যাসিবাদী সরকারের সাবেক মৃনাল কান্তি দাসের নির্বাচনী বৈঠক করেন হাকিম মিজির নিজ বাসার উঠানে । নৌকার নির্বাচন নিয়ে এই সমঝোতা যা মুন্সীগঞ্জের বাসায় (লিয়াজু) বলে, লিয়াজু করে চলেছেন, এখন সেই ফ্যাসিবাদী হাসিনা সরকারের দোসরা
‎দীর্ঘ সময় পলাতক থাকার পরে এখন আবার গর্ত থেকে বের হয়ে বলেন, তারা ত্যাগী এবং অত্যাচারের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন । ‎সে কিভাবে মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ‎ফ্যাসিবাদী সরকারের সক্রিয় সদস্য হয়ে কি ভাবে জায়গা পায়। ১৭ বছরের নির্যাতিত নিপীড়িত চর কেওয়ার ইউনিয়নের সর্বস্তরের জনগণ বলেন এদের মত হাকিম মিঝিদের মত লোকদের সমাজে মানুষ চিনতে ভূল করেন।  ‎১৯৮৬ সাল থেকে চর কেওয়ার ইউনিয়ন এর বিভিন্ন গ্রামে অদ্যবতী ৩০-৩৫ টি হত্যাকাণ্ড মত ঘটনা ঘটেছে , যার নেপথ্যে ছিল এই হাকিম মিঝি।

‎তাদের স্বার্থ হাসিলের জন্য যাকে তাকে পাঠার বলে বানিয়ে দেয়। তাদের তোপ এ সাধারন মানুষ রাজনীতি করতে ভয় পায়। নিচুপ থেকে গ্রুপিং করে সংঘাত করেন এবং প্রাণহানি ঘটাতেও পিছপা হন না। ‎সরোজমিনে গিয়ে দেখা যায়, চর কেওয়ার ইউনিয়ন তথা মুন্সিগঞ্জ সদর থানা পুরো মুন্সিগঞ্জ জেলা দৃষ্টি আকর্ষণ দীর্ঘ সতেরো বছরের বছরের নির্যাতিত জনগণ এরকম লোকদের হাত থেকে বিএনপি এবং মুন্সীগঞ্জ কে এমন ডুয়েল পলিসি থেকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন ।

‎এই হাকিম মিজি ও তার পেটুয়া বাহিনী দের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যা বলে শেষ করা যাবে না ।

‎বিগত সময় আওয়ামী লীগের সকল উপজেলা নির্বাচন, জাতীয় নির্বাচন, ইউনিয়ন নির্বাচন থেকে শুরু করে সব সময় লিয়াজু করেছেন,, প্রমাণ স্বরূপ কিছু ছবি সংযুক্ত
‎করা হলো পূর্বের সময়,এর মত নোংরা রাজনীতি করার অপচেষ্টা চলমান রয়েছে তার বিরুদ্ধে। এবং মাঝে মধ্যে ঢাকা গিয়ে গোপন বৈঠক করেন, এবং তার বিরুদ্ধে আরো
‎হত্যাকান্ড ঘটানোর ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তাই এমন গুপ্ত রাজনৈতিক ব্যক্তিদের থেকে চরকেওয়ার ইউনিয়ন সাধারন জনগন পরিত্রাণ চায় ।

‎অতি পরিতাপের বিষয়ে এই যে বিগত ফ্যাসিবাদী সরকারের মোতাগাজী চর কেওয়ারি ইউনিয়নের সাধারণ সম্পাদক ও তার দলীয় লোকদের বিরুদ্ধে বিভিন্ন মামলা মামলা রয়েছে । আর সেই ফ্যাসিবাদী সাধারণ সম্পাদক কে আজ হাকিম মিঝি নিজে চরকে ওরে পূর্ণবাসন করে দিয়ে আসেন ।