Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গোমস্তাপুর সীমান্তে বিষ্ণু মুর্তি আটক।

নাহিদ পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ
এপ্রিল ১০, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর কাছে বৃহস্পতিবার (১০ এপ্রিল) চাঁপাইবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন রামদাসপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারতে কষ্টি পাথরের মূর্তি চোরাচালান হতে পারে এ মর্মে অত্র ব্যাটালিয়নে গোয়েন্দা তথ্য আসে।

উক্ত-তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিক-নির্দেশনায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মোঃ সুলতান মাহমুদ শেখ, পিএসসি, এর নেতৃত্বে রামদাসপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৪/এমপি হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামদাসপুর নামক স্থানে সেচ মেশিন ঘরের মধ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে ৯৬.৫ কেজি ওজনের ১টি কষ্টি পাথর সাদৃশ্য বিষ্ণু মূর্তি উদ্ধার করে। আটককৃত বিষ্ণু মূর্তিটির পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এই অপারেশনের মাধ্যমে উক্ত এলাকায় এই ধরণের চোরাচালান হ্রাস পাওয়ার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এই ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সদা তৎপর থাকবে।