এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান বাণিজ্যযুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকনজো ইওয়েলা। বুধবার এক বিবৃতিতে তিনি জানান, এই দুই বৃহৎ অর্থনীতির মধ্যে উত্তেজনা যদি চলতেই থাকে, তবে তাদের মধ্যে পণ্যের আদান-প্রদান “৮০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে”।
তিনি আরও বলেন, “বিশ্ব অর্থনীতি যদি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে, তবে এর ফলে বৈশ্বিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) দীর্ঘমেয়াদে প্রায় ৭ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।”
বিশ্বের দুই প্রধান অর্থনৈতিক শক্তির মধ্যে চলমান এই উত্তেজনার ফলে শুল্ক বৃদ্ধির পাশাপাশি সরবরাহ চেইনে বিশৃঙ্খলা, বিনিয়োগে অনিশ্চয়তা ও বিশ্বব্যাপী মূল্যস্ফীতির আশঙ্কাও বেড়ে যাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বাণিজ্য যুদ্ধ কেবল যুক্তরাষ্ট্র ও চীনের জন্য নয়, বরং পুরো বিশ্বের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।