এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির একজন শীর্ষ উপদেষ্টা আলী শামখানি বৃহস্পতিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে বহিরাগত হুমকি অব্যাহত থাকলে দেশটি "প্রতিরোধমূলক ব্যবস্থা" নিতে পারে, যার মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) পরিদর্শকদের বহিষ্কারও রয়েছে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় শামখানি বলেন, “বহিরাগত হুমকি অব্যাহত থাকলে এবং ইরানকে সামরিক আগ্রাসনের মুখে ফেলা হলে, আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হতে পারে—যেমন, আন্তর্জাতিক পরিদর্শকদের বহিষ্কার এবং সংস্থাটির সঙ্গে সহযোগিতা বন্ধ করে দেওয়া।”
তিনি আরও জানান, “পরিকল্পনার মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ ও গোপন স্থানে স্থানান্তরের বিষয়টিও বিবেচনায় রয়েছে।”
এই হুঁশিয়ারির প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনার আগে ইরানের অবস্থান আরও জোরালো হলো বলে বিশ্লেষকরা মনে করছেন।