Crime News tv 24
ঢাকাশুক্রবার , ১১ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান: ১১টি মামলা, ৫৪ হাজার টাকা জরিমানা

Link Copied!

নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তা সংলগ্ন উপজেলা চত্বরের মেইন গেটের সামনে যৌথ বাহিনীর অংশগ্রহণে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে নড়াইল-যশোর মহাসড়কে এ চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়।

অভিযানে যানবাহনের বৈধ কাগজপত্র না থাকা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১১টি মামলা দায়ের করা হয়। পাশাপাশি তাৎক্ষণিকভাবে আদায় করা হয় ৫৪ হাজার ৫০০ টাকা জরিমানা।

সেনাবাহিনীর নড়াইল ক্যাম্প কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও লোহাগড়া থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

নিয়মিত ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।