এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
২০১৫ সালের ইরানের পারমাণবিক চুক্তির অন্যতম স্বাক্ষরকারী দেশ জার্মানি, ইরান ও যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে সমাধানে পৌঁছাতে আহ্বান জানিয়েছে। শনিবার ওমানে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনার প্রাক্কালে এই আহ্বান জানায় বার্লিন।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিশ্চিয়ান ওয়াগনার বলেন, “আমাদের একটি কূটনৈতিক সমাধানের প্রয়োজন রয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, “ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপের একটি চ্যানেল থাকা ইতিবাচক একটি অগ্রগতি।”
বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে এই আলোচনা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।