Crime News tv 24
ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় হেফাজত ইসলামের বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন:পাইকগাছা প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৫ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ইসরাইলি ইয়াহুদীরা ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ও বর্বরোচিত মুসলিম গণহত্যার প্রতিবাদে পাইকগাছায় হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে পৌর চত্বরে হেফাজত ইসলামের ব্যানারে বাংলাদেশ উপজেলা শাখা কমিটির সভাপতি মুফতি কুদরতুল্লাহ কাসেমী এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হাফেজ মাওলানা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা কমিটির সেক্রেটারি মুফতি উয়ইস আহমেদ, মাও. আকবর হোসেন, মাও. রঈসুল ইসলাম, হাফেজ মাও. শামসুদ্দীন আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান জুনায়েদুর রহমান, হাফেজ মাও. শহিদুল ইসলাম, আ. সবুর, সাইদুর রহমান, আব্দুর রহমান, মাও. আতাউল্লাহ, মাও. কুতুবুদ্দীন, মুফতি আব্দুল গাফফার, অধ্যক্ষ আজহার আলী, মাও. শরিফুল ইসলাম, সাদিকুর রহমান, বজলুর রহমান, মুফতি সাইফুল ইসলাম, মো. হাবিবুল্লাহ, মুফতি দ্বীন মোহাম্মদ, মুফতি মোফাজ্জল হোসেন, মাও. মনিরুল ইসলাম, নূরে আলম সিদ্দিকী, খায়রুল হক, মুফতি মাও. হাফিজুর রহমান, মাও. হারুনার রশিদ প্রমুখ।

এসময়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে উপস্থিত ছিলেন। পরবর্তীতে পৌর চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরল জিরোপয়েন্ট সমাপ্ত হয়। বক্তারা ইসরায়েলি পণ্য বর্জন সহ সারা বিশ্বের মুসলমানদের এক হওয়ার আহ্বান জানান।