Crime News tv 24
ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

উপ-পরিচালক হিসেবে ডাঃ সুজাত আহমেদকে খুলনা মেডিকেলে যোগদানে বাঁধা

খুলনা প্রতিনিধি >>>>>
এপ্রিল ১২, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় বাংলাদেশ সচিবালয় ঢাকার যুগ্ম সচিব সানজীদা শরমিন স্বাক্ষরিত মহামান্য রাষ্ট্রপতির আদেশ ক্রমে ডাঃ সুজাত আহমেদকে গত ২৫ শে মার্চ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক হিসেবে পদায়ন করেন। কিছু গত ৬ এপ্রিল কর্মে যোগাযোগ করার জন্য খুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মহাসিন রেজার দপ্তরের হাজির হলে বিভিন্ন

তালবাহানা করে যোগাযোগে বাধা সৃষ্টি করে। এমনকি বিভিন্ন কৌশল অবলম্বন করে যোগাযোগ থেকে বিরত রাখেন বলে মন্তব্য করেন ডাঃ সুজাত আহমেদ। তিনি আওয়ামী লীগের সময় থেকে এখনও তাদের দোসরদের দ্বারা ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলে জানান। তিনি বলেন, আমি যখন খুলনার সিভিল সার্জন ছিলাম তখন নিয়ম নীতি না মেনে আমাকে শেখ পরিবারের পক্ষ থেকে বলা হয় কিছু লোককে চাকুরী দিতে ।

সেটা না করায় শেখ পরিবারের রোষানলে পড়ি আমি। ঐ সময় আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয় । ওই মামলার আরও ৫ জন আসামী আছে তারা খুবই ভালো অবস্থানে আছেন। আওয়ামীলীগের আমলে আমাকে ৩ বছর ওএসডি করে রাখা হয়। বর্তমান সরকার আমার ওএসডি প্রত্যাহার করে খুমেক হাসপাতালে উপ-পরিচালক পদে বদলী করেছে। কিন্তু কিছু ডাক্তার এটাকে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন।

সেই ডাক্তারা আওয়ামীলীগের সময় সব চেয়ে বেশী সুবিধা নিয়েছেন। ৫ আগস্টের পরে তারা ভোল্ড পাল্টায়ে কেউ রাতা-রাতি হয়ে গেছেন খুমেক হাসপাতালের বিশেষ ব্যক্তি। যখনই আমাকে বদলী হলো উপ পরিচালক হিসাবে, ঠিক তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল। ঘোলা পানিতে মাছ শিকারে চেষ্টা করছেন তারা । তিনি আরও বলেন, আমি কখনও আওয়ালীগের দলের সাথে জড়িত ছিলাম না। তারা বলে,আমি নাকি শেখ বাড়ির দোসর ছিলাম। আমি যদি দোসর হতাম তাহলে কেনো ঐ শাসন আমলে আমাকে মামলা এবং ওএসডি করা হল।

যোগদানের বিষয় খুমেক হাসপাতালের পরিচালক ডাঃ মহাসিন রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন,উনি তো সব সময় দুর্নিতী গ্রস্হ লোক,একথা লোকজনে বলে। তার বিরুদ্ধে করোনার টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। যখন তার পোষ্টিং হলো তখন হাসপাতালের ডাক্তাররা ব্যানার সহকারে যোগদানে বাধা সৃষ্টি করলো। আমার রুমের ভিতর ডুকে তারা বসে থাকলো। এমন ঘটনা তারা পরপর ২/৩ দিন ঘটালো। যে কারণে ডাঃ সুজাত আহমেদ যোগদান করতে পারেনি। আমি সচিব মহোদয়কে এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে চিঠির মাধ্যমে অবহিত করেছি। সেখান থেকে একটা রেজাল্ট পাওয়ার অপেক্ষায় আছি।

সার্বিক বিষয় খুলনা বিভাগীয় পরিচালক ডাঃ মন্জুর মুর্শিদ এর কাছে জানতে তার ব্যবহৃত নাম্বারে একাধিক বার ফোন করলেও তিনি রিছিপ না করায় বক্তব্য পাওয়া যায়নি।