গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী ভাদুন এলাকায় ভাদুন কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন- ২০২৫ অনুষ্ঠিত হয় ।
শুক্রবার (১১ই এপ্রিল ২০২৫ ইং) সকাল ১০ঃ০০টা থেকে বিকাল ০৪ঃ০০ টা পর্যন্ত বিরতিহীন ভাবে সকল ভোটারের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ ও এক অনারম্বর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
ভোট সম্পূর্ণ হওয়ার পর ফলাফল ঘোষণা করেন মোঃ সৈয়দ মেহেদী হাসান, উপজেলা সমবায় অফিসার,গাজীপুর সদর, গাজীপুর ।
চেয়ারম্যান মনীন্দ্রনাথ সরকার,ভাইস-চেয়ারম্যান দিপক কুমার দাস, সেক্রেটারী গোপাল মজুমদার, ট্রেজারার সুপ্রিয় মল্লিক, ডিরেক্টর বৃন্দরা হলেন তুষার মজুমদার, পরিমল চন্দ্র মল্লিক, পবিত্র চন্দ্র মন্ডল, সঞ্জয় সরকার, মিন্টু সরকার সহ সকলকে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা সমবায় অফিসার।