স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিমলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও-জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন শিক্ষক জাতীয় সমন্বয় কমিটি ডোমার-ডিমলা’র উদ্যোগে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় নীলফামারীর ডিমলা উপজেলা ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ হলরুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও আলোচনা সভায় ডোমার ও ডিমলা উপজেলার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা এ সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও- জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন জাতীয় শিক্ষক সমন্বয় কেন্দ্রীয় কমিটি সভাপতি/সমন্বয়ক কাজী মাওলানা জাহাঙ্গীর আলম বাদশার।ডিমলা উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও-জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন জাতীয় শিক্ষক সমন্বয় কমিটি সভাপতি/সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক (জাফর) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন- ডোমার-ডিমলা (নীলফামারী-১) আসনের সাবেক সংসদ সদস্য ও বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ডিমলা উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, ডিমলা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, ডিমলা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আরিফ উল-ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, ডিমলা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আমিনুজ্জামান গাজী, ডিমলা সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর আলম ডিয়ারসহ ডোমার- ডিমলার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি’র অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
বক্তরা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘ ৪০ বছর যাবত ঝড়বৃষ্টি উপেক্ষা করে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ কোমলমতি শিশুদের পাঠদান প্রদান করে আসছে কিন্তুু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও-জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন না হওয়ার ফলে শিক্ষকগণ মানবেতর জীবন-যাপন করিয়া আসিতেছেন।তাই জরুরী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও-জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন দাবি জানান। তাদের এ দাবি মানা না হলে পরবর্তীতে আরো বড় ধরনের কর্মসূচি দিবে বলে তারা হুঁশিয়ার দেন। আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত রোগ মুক্তি কামনা করে সভার কর্মসূচি সমাপ্ত করেন।