Crime News tv 24
ঢাকারবিবার , ১৩ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নাসিরনগরে উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী

নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার শহিদ মিনার চত্বরে বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

নাসিরনগর কলেজ মোড় হতে একটি বিশাল আনন্দ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে মিলিত হয়।পরে সেখানে ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করা হয়।

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আলী আজম চৌধুরী সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কে. এম. খালেদের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠণিক সম্পাদক
এডভোকেট আলী আজ্জম চৌধুরী’র সঞ্চালনায়
বক্তব্য রাখেন ধরমন্ডল ইউনিয়ন বিএনপি সভাপতি সালাউদ্দিন মজনু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো. আব্বাস আলী, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তাজমহল মেম্বার,সহ- সাংগঠনিক সম্পাদক (২) বশির উদ্দিন চৌধুরী, ভলাকুট ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বরকত উল্লাহ, গোয়ালনগরের সাবেক চেয়ারম্যান হাজী তারেক মিয়া, পাঁচবারের নির্বাচিত মেম্বার মো. আজদু মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জামাল আহমেদ, সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা নবীন দলের সভাপতি মো. আমসু মিয়া, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল বাতেন শরীফ, ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম ভূঁইয়া, নাসিরনগর সরকারি কলেজের সাবেক আহ্বায়ক ইয়াসিন মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা জেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, দেশ এগিয়ে নিতে তারেক রহমানকে বিকল্প নেই। কোন ফ্যাসিস্ট শক্তি যেন দেশের ক্ষতি না করতে পারে সে সবাইকে সজাগ থাকতে হবে।তিনি আরো বলেন, যে ভোটের অধিকারের জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে, সেই ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠার করতে হবে।