নিজস্ব প্রতিবেদক:-
নেশাকে না বলবো, মাদকমুক্ত সমাজ গড়বো এই
“জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন” স্লোগানে দিনাজপুরের ফুলবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ফুলবাড়ী আলো সংগঠনের উদ্যোগ মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর ) সন্ধ্যা ৬ টার সময় সামাজিক সংগঠন ফুলবাড়ীর আলো আয়োজনে পৌরসভার ৭ নং ওয়াড়ে নয়াপাড়া গ্রামে সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ্ তমাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ি সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, ফুলবাড়ী অফিসার ইনচার্জ খন্দকার মুহিব্বুল ইসলাম।
সামাজিক সংগঠন ফুলবাড়ী আলো সংগঠনের সভাপতি মো. হারুন উর রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্বর্ণ ব্যক্তির সমিতির ও পৌর যুব দলের আহ্বায়ক মো. মানিক মন্ডল, ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হামিদুল হক, নিরাপদ সড়ক চাই এর সভাপতি মো. লিমন হায়দার, তওবা মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মো. ইমদাদ হোসেন,পৌর বিএনপি সহ-সভাপতি মো. মনতাজ ইসলাম, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আজগার আলী, ব্যবসায়ী মো. কবির সরকার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সদস্য ও রিপোর্টাস ইউনিটির তথ্য প্রচার সম্পাদক মো. মোরসালিন ইসলামসহ আরো অনেকে।
বক্তারা মাদক বিক্রেতাদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনা সহ নেশা ছেড়ে কলম ধরে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।