Crime News tv 24
ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০২৪
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বম্ভরপুরে ভূয়া পুলিশসহ আটক-০২

admin
ডিসেম্বর ২, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:-

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এক ভুয়া পুলিশকে আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। বিজিবির হাতে আটক ভুয়া পুলিশ মো: বাকির হোসেন (২৮), সে তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুর গ্রামের মো: আবু চাঁন মিয়ার ছেলে।

আজ ২ ডিসেম্বর সোমবার ভোর ৫ টার সময় সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ মাছিমপুর বিওপির এলাকার গামারীতলা থেকে পুলিশের পোষাক পরিহিত অবস্থায় মোটরসাইকেল যোগে যাওয়ার পথে তাকে আটক করে। এ সময় তাবারত হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল ড্রাইভারকেও আটক করেছে বিজিবি সদস্যরা। মোটরসাইকেল ড্রাইভার তাবারত হোসেন তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের দক্ষিণ গোড়িলা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির সংবাদ’কে বলেন, আজ সকাল ৫ টার দিকে মাছিমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৯/৫-এস এর এলাকার গামারীতলা গ্রামের রাস্তা দিয়ে মো: বাকির হোসেন ড্রাইভার নিয়ে একটিমোটরসাইকেল যোগে পুলিশের পোষাক পরিহিত অবস্থায় প্রবেশ করে। তখন মাছিমপুর বিওপির টহলদল তাদেরকে সন্দেহ হলে তাদের মোটরসাইকেলসহ পুলিশের পোষাক পড়া বাকির হোসেন ও ড্রাইভার তাবারত হোসেন আটক করে বিজিবি সদস্যরা। পরে বিজিবির জিজ্ঞাসাবাদে এসময় বাকির হোসেনতার পাওনা টাকা উদ্ধারের করতেই পুলিশের পোষাক পড়ে পুলিশ সেজে পাওনাদারদের বাড়িতে যাচ্ছিল বলে শিকার করে। পুলিশের পোষাক পরিহিত ব্যক্তিটি ভুয়া পুলিশ।

আটককৃত ব্যক্তিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।