Crime News tv 24
ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কাঁদতে না পারা পুরুষ……….

admin
এপ্রিল ১৬, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

তাছলিমা আক্তার মুক্তা:—–

কাঁদতে না পারা পুরুষ গুলো
কষ্ট জমিতে বাঁধে বুক ,
কষ্টের আঘাত বইতে না পেরে
তখনই কেবল করে স্ট্রোক।

মনের ভেতর পুষে রাখা যন্ত্রণা
বলতে না পারা কথার ভার ,
সবার কথা চিন্তা করে করে
মিছে হাসি ফোঁটায় বারবার।

প্রদ্বীপের নিচের অন্ধকারে
নিজেকে লোকায় কৌশলে,
অন্যকে আলোকিত করতে
শেষ হয় নিজে জ্বলে জ্বলে।

পুরুষ জাতি কতটা বোকা
নিজের স্বার্থ কিছুই বুঝেনা,
অন্যকে সুখ বিলিয়ে দেয়
নিজের সুখ খুঁজে না ।

অনেক নারী এই পুরুষদের
বুঝতে চায়নি কোনো দিন ,
এদের থেকে পাওয়া কষ্টে
মিটায় শুধু জীবনের ।

গুমরে গুমরে জীবন যাপনে
আঘাতের চিহ্ন আঁকে ,
প্রিয়োজন থেকে আঘাত পেয়ে
পুরুষ জাতি বেঁচে থাকে ।