চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহা সড়কের নয়মাইলে পরিবহনের ধাক্কায় দুজন নিহত হয়েছে।
আজ শুক্রবার (১৮ এপ্রিল)ভোর ৪ টা ৫৫ মিনিটে চুয়াডাঙ্গা -ঝিনাইদহ সড়কের ৯ মাইলে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ২ পাখিভ্যান আরোহী নিহত হয়েছেন।
পাখিভ্যান করে সরোজগঞ্জের হাটে আসছিল তারা।
প্রত্যক্ষদর্শী এক জন জানান,অন্ধকারে যাত্রীবাহী পরিবহনটি দেখতে পারেননি বলে জানান। ফায়ার সার্ভিসের সদস্যরা এদিন সকাল পৌনে ৭টার সময় দুটি মরদেহ দুর্ঘটনাস্হল সড়ক থেকে সরিয়ে নিয়েছে।
নিহত দুইজনচুয়াডাঙ্গা সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৬৫), এবং পাখিভ্যানে থাকা চাউলের ব্যবসায়ী মোহম্মদজুম্মা গ্রামের খন্দারপাড়ায় সরোয়ার হোসেন (৭০)।