গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের নৈপাড়া এলাকা থেকে ৪০ নং ওয়ার্ডের চামুড্ডা বাজার পর্যন্ত এবং ৪২ নং ওয়ার্ডের তালটিয়া এলাকা থেকে হারবাইদ রাস্তা পর্যন্ত সিটি কর্পোরেশন রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ই এপ্রিল ২০২৫ ইং) বিকালে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন পূবাইল থানা বিএনপির সভাপতি জনাব মনির হোসেন সিকদার বকুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ সরকার, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির সরকার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ও রাকিব মোল্লা, পূবাইল থানা বিএনপির প্রভাবশালী সদস্য বাতেন ভূইয়া, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন এবং সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হারুন অর রশীদ, সাইফুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ৪০ নং ওয়ার্ড যুবদল, নাহিদ শিকদার, সাংগঠনিক সম্পাদক ৪২ নং ওয়ার্ড যুবদল, মোঃ বিল্লাল হোসেন, আহবায়ক মীরের বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ, ফজলুল হক মোল্লা, সদস্য সচিব মীরের বাজার ব্যবসায়ী পরিচালক পরিষদ ।
এছাড়া উপস্থিত ছিলেন রাস্তার ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম এন্টারপ্রাইজের প্রকল্প ব্যবস্থাপক তারেক আজিজসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারী ।